ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

পাকিস্তানের সেনাদের হামলায় ২৩ জন আফগান সেনা নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৫, ১২:১৫ দুপুর

পাকিস্তানের সীমান্তে টানা দুই দিন ধরে সংঘটিত হামলায় আফগানিস্তানের কমপক্ষে ২৩ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম দ্য নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বেলুচিস্তানের চামান সীমান্তের জামান সেক্টরে গোলাগুলি শুরু হয় শুক্রবার মধ্যরাতে। প্রথমে আফগান তালেবান সীমান্তরক্ষীদের ওপর ছোট অস্ত্র দিয়ে হামলা চালায়। এর পর পাকিস্তান সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। প্রথমে হালকা অস্ত্র ব্যবহার করা হলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ৪৫ মিনিট ধরে দুইপক্ষের মধ্যে গোলাগুলি চলতে থাকে।

পরবর্তীতে পাকিস্তান সেনারা রকেট লঞ্চার ও কামানসহ ভারী অস্ত্র ব্যবহার করে। এতে আফগান তালেবানের তিনটি সীমান্ত চৌকি ধ্বংস হয়। সূত্র জানায়, সাধারণ আফগান নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্ভুল ও লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করা হয়েছে।

প্রথম দফার গোলাগুলির পর তালেবান যোদ্ধারা জনবহুল এলাকা থেকে সরে গিয়ে পুনরায় হামলা চালায়। পাকিস্তানি বাহিনীও তখন সেই এলাকায় ভারী অস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালিয়েছে। সংঘর্ষে বেসামরিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া আফগান তালেবানের পক্ষ থেকেও এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

 

Link copied!