মনিরুজ্জামান মনু:- দেওয়ানগঞ্জ পাথরের চর লুকাই ঝোড়ার লাল বালু অবৈধভাবে উত্তোলন এবং বিক্রয়ের জন্য বালুর ট্রাক সহ চারজনকে গ্রেফতার করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ। মামলা রুজু আসামিগণকে আদালতে পাঠিয়েছেন পুলিশ।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ জামালপুর সংবাদ কে বলেন - এমন কাজ পরিবেশের জন্য হুমকি সরুপ।অবৈধ ভাবে বালু উত্তোলন - ক্রয় বিক্রয় আইনত অপরাধ। এদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এই অভিযান অব্যাহত রেখে আরো বেশ কয়েক জন লাল বালু খেকদের গ্রেপ্তারের দাবি জানান এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :