ঝালকাঠিতে পেয়ারার ভরা মৌসুমে খুশি কৃষক ও উদ্যোক্তা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫, ১২:৪৭ দুপুর

ঝালকাঠিতে 'দক্ষিণের আপেল' খ্যাত পেয়ারা মৌসুমের শুরু থেকেই বাজারে চাহিদা ও দামের উচ্ছ্বাস সৃষ্টি করেছে। জেলার সদর উপজেলার ভীমরুলি, শতদশকাঠি, জগদিশপুর, আঠাসহ ১৫টি গ্রামের পেয়ারার বাগানগুলোতে মনোরম চিত্র দেখা যাচ্ছে। খালভিত্তিক বাজারগুলোতে প্রতিদিন হাজারো কৃষক, আড়তদার ও ফড়িয়া সমাগম ঘটছে। পাইকাররা নৌকা ও সড়ক পথে দেশের বিভিন্ন প্রান্তে পেয়ারার সরবরাহ করছেন।

চলতি মৌসুমে ফলন কিছুটা কম হলেও দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। পাইকারি বাজারে মনপ্রতি পেয়ারা ৮০০ থেকে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। এতে কৃষক ও উদ্যোক্তারা খুশি। পেয়ারার উদ্যোক্তা ভবেন্দ্র নাথ হালদার বলেন, “ফলন কম হলেও দাম ভালো, তাই সবাই লাভবান হচ্ছে।” স্থানীয় আড়তদার মনোজ হালদার ও ঢাকার পাইকার ইউসুফ হোসেনও বলেন, ভীমরুলির পেয়ারা মান ও স্বাদের দিক থেকে সর্বোত্তম।

ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, এ বছর জেলা জুড়ে ৪৬২ হেক্টর জমিতে পেয়ারার আবাদ হয়েছে। অনুমান করা হচ্ছে, চলতি মৌসুমে প্রায় ৫ হাজার ৬২৬ মেট্রিক টন পেয়ারা উৎপাদিত হবে এবং প্রায় ৮ কোটি টাকার ব্যবসা হবে। এতে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং কৃষকরা লাভবান হবেন।

উপজেলার খালকেন্দ্রিক বাজারগুলোর চাহিদা ও সরবরাহ নিয়ন্ত্রণ, মান নিশ্চিতকরণ এবং পেয়ারার ট্রান্সপোর্ট ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলন ও দাম ভালো থাকার কারণে কৃষকরা মৌসুম শেষ পর্যন্ত খুশি ও আশাবাদী।

Link copied!