প্রাথমিকে শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন, বিধিমালা জারি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৫, ০৯:৪৫ সকাল

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৮ আগস্ট) সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫ জারি করেছে। নতুন এ বিধিমালায় সহকারী শিক্ষক নিয়োগে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। ৮০ শতাংশ নারী ও পোষ্য কোটা বাতিল করা হয়েছে এবং নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩২ বছর।

নতুন বিধিমালার আওতায়, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সহকারী শিক্ষকের ৯৩ শতাংশ পদে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি, প্রধান শিক্ষকের ৮০ শতাংশ পদে সহকারী শিক্ষকরা পদোন্নতির সুযোগ পাবেন, যা আগে ছিল ৬৫ শতাংশ। বাকি ২০ শতাংশ পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে। পদোন্নতির জন্য যোগ্য প্রার্থী না পাওয়া গেলে ওই পদেও সরাসরি নিয়োগ দেওয়া যাবে।

এছাড়া, নতুন বিধিমালায় শরীরিক শিক্ষা ও সংগীত বিষয়ে সহকারী শিক্ষক পদ অন্তর্ভুক্ত করা হয়েছে।

মেধাভিত্তিক ৯৩ শতাংশ সরাসরি নিয়োগযোগ্য পদের মধ্যে:

২০ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য, ৮০ শতাংশ অন্যান্য বিষয়ে স্নাতকদের মধ্যে পূরণ করা হবে।

নির্ধারিত কোটাভুক্ত পদের মধ্যে রয়েছে:

৫%: মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য, ১%: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের জন্য, ১%: শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য।

উল্লেখ্য, কোটা অনুযায়ী যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট পদ মেধাভিত্তিক প্রার্থীদের দিয়ে পূরণ করা হবে। নতুন বিধিমালা অনুযায়ী, শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ থাকলে প্রার্থী প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষক পদের জন্য বিবেচিত হবেন না।

Link copied!