ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

বাউফলে যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৫, ১১:২৭ রাত

পটুয়াখালীর বাউফল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের এক নেতার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই নেতার নাম মশিউর রহমান পলাশ। তিনি বাউফল উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক। শুক্রবার (৪ এপ্রিল) ভিডিওটি ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই তা ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়।

চার মিনিট ২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, যুবদল নেতা মশিউর রহমান পলাশ সাদা গেঞ্জি পরিহিত একটি ঘরের খাটের ওপর বসে আছেন। তার বাম হাতে একটি ফয়েল পেপার এবং ডান হাতে একটি গ্যাসলাইট। মুখে চিকন পাইপের মতো কিছু একটি বস্তু দুই ঠোঁট দিয়ে চেপে ধরে ধোঁয়া টানতে দেখা যায় তাকে। ফয়েল পেপারের নিচে গ্যাসলাইটের আগুন দিয়ে উপরে রাখা বস্তুটি হিট করে ধোঁয়া গ্রহণের পুরো প্রক্রিয়াটি ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায়।

যুবদল নেতা মশিউর রহমান সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভিডিওটির সত্যতা অস্বীকার করে বলেন, ‘এটি সম্পূর্ণ সাজানো ও ভিত্তিহীন। আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে কেউ এই ভিডিও তৈরি করে ছড়িয়েছে। আমি এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেব।’ 

এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, ‘পলাশ খুব ভালো ছেলে। আমার জানা মতে এগুলো আগের ভিডিও, এডিট করে নতুন করে হয়রানির জন্য প্রচার করা হচ্ছে।’ 

Link copied!