ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

রাজধানীর পল্লবীতে পৃথক অভিযানে আ.লীগ নেতাসহ দুজন গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৫, ০৬:০১ বিকাল

রাজধানীর পল্লবীতে পৃথক অভিযানে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মিরপুর ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ হোসেন এবং মিরপুর ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রউফ নানুর এপিএস হাজী মোস্তফা।

বুধবার (৯ এপ্রিল) মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোনহার আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি সাংবাদিকদেরকে বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে পল্লবী থানায় একাধিক মামলা রয়েছে। মামলার প্রেক্ষিতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেল ৩টায় পল্লবীর আহমেদনগর এলাকা থেকে মুরাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে।

অন্যদিকে গতকাল মঙ্গলবার রাতে পল্লবী থানা এলাকা থেকে মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদেরকে বলেন, গ্রেপ্তার মোস্তফাকে থানায় হস্তান্তর করার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

Link copied!