সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় ২০৯ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার (৮ এপ্রিল) রাতে কক্সবাজারের সেন্টমার্টিন এলাকার ছেরাদ্বীপের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। একইসঙ্গে মানবপাচারকারী চক্রের ১২ সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কোস্টগার্ডের দায়ের করা মামলার সূত্র ধরে জানা যায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে টহলরত অবস্থায় একটি পুরাতন ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে সেটিকে অনুসরণ করে রাত সাড়ে ৮টার দিকে ছেরাদ্বীপের পূর্ব পাশে আটক করা হয়।
বোটে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের অবৈধভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পাচার করা হচ্ছিল। উদ্ধারকৃতদের মধ্যে ৪২ জন বাঙালি পুরুষ এবং ১৬৭ জন রোহিঙ্গা রয়েছেন। রোহিঙ্গাদের মধ্যে ৬৭ জন পুরুষ, ৭২ জন নারী এবং ২৮ জন শিশু রয়েছে।
এ ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে। পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মানবপাচারের এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে উপকূলীয় এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান ওসি গিয়াস উদ্দিন।
আপনার মতামত লিখুন :