ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

সাংবাদিককে হুমকির প্রতিবাদে বাউফলে মানববন্ধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৫, ০৯:১৪ রাত

পটুয়াখালীর বাউফলে একটি বিদ্যালয়ের নির্মাণ কাজে অনিয়মের খবর সংগ্রহ করতে যাওয়ায় একজন সাংবাদিককে অশালীন ভাষায় গালমন্দ করাসহ তাকে নানা ধরনের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাউফল উপজেলা পরিষদের প্রধান ফটকে মানববন্ধন করেছে বাউফলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা।

এর আগে, মঙ্গলবার (৮ এপ্রিল) বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

মানববন্ধনের বক্তারা বলেন, বাউফল রিপোর্টারস ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমানকে মুঠোফোনে যুবদল নেতা পরিচয়ে হুমকি দেন হুমায়ুন কবির সোহাগ।

ঘণ্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন রিপোর্টারস ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিলন, বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রতিনিধি অহিদুজ্জামান ডিউক ও মিজানুর রহমান প্রমুখ।

অন্যদিকে, আজ সকালে এ ঘটনায় পটুয়াখালী জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সোহাগকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় যুবদল।

এ বিষয়ে বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, কল রেকর্ড শুনেছি। এ বিষয়ে থানায় জিডি করেছেন একজন সাংবাদিক। বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। শিগ্রই যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Link copied!