ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ভারত থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৫, ১০:১৪ দুপুর

ভারত, নেপাল ও ভুটান থেকে বেশ কিছু পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কাস্টমস আইন, ২০২৩-এর ধারা ৮ এর উপ-ধারা (১) এর ক্ষমতাবলে গত ১৩ এপ্রিল গেজেট আকারে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এনবিআরের কাস্টমস উইং। মঙ্গলবার (১৫ এপ্রিল) এ তথ্য গণমাধ্যমে জানানো হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, নেপাল ও ভুটানে উৎপাদিত ও প্রক্রিয়াজাত শুধুমাত্র সুতা ও আলু আমদানি করা যাবে। অন্যসব পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে ভারতের ক্ষেত্রে নিষেধাজ্ঞার পরিধি আরও ব্যাপক। ভারত থেকে ডুপ্লেক্স বোর্ড, নিউজপ্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, সুতা, আলু, গুঁড়া দুধ, টোব্যাকো, রেডিও-টিভি পার্টস, সাইকেল ও মোটর পার্টস, ফরমিকা শিট, সিরামিকওয়্যার, স্যানিটারিওয়্যার, স্টেইনলেস স্টিলওয়্যার, মার্বেল স্ল্যাব ও টাইলস এবং মিক্সড ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

একই সঙ্গে পূর্বে জারি করা এসআরও নং ২৯৭-আইন/২০২৪/৮৯/কাস্টমস-এর কয়েকটি ক্রমিক নম্বর সংশোধন করে পণ্যের তালিকা হালনাগাদ করা হয়েছে। তবে ‘সব রপ্তানিযোগ্য পণ্য’ আমদানির ক্ষেত্রে পূর্বের নিয়ম বহাল রাখা হয়েছে।

কাস্টমস সূত্র জানায়, এই নিষেধাজ্ঞা মূলত স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য নেওয়া হয়েছে। বিশেষ করে অবৈধ রি-এক্সপোর্ট ও রিরাউটিং বন্ধ এবং টেক্সটাইল, কাগজ, সিরামিকসহ কিছু গুরুত্বপূর্ণ খাতে দেশীয় শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখাই এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

এনবিআরের এই সিদ্ধান্ত দেশীয় শিল্পকে সহায়তা করলেও আমদানি নির্ভর কিছু খাতে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সরকার বলছে, স্বনির্ভরতা অর্জনে এমন সিদ্ধান্ত সময়োপযোগী।

Link copied!