নিজস্ব প্রতিবেদক।। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এর টিএসসি কনফারেন্স রুমে “জ্ঞানের ব্যবধান পূরণ: কার্যকর স্থানীয় প্রত্যাশিত কর্ম এবং দূর্যোগ পূর্ব প্রস্তুতি বিষয়ে যুব নেতৃত্বাধীন প্ল্যাটফর্মগুলোর মধ্যে সহযোগিতা” শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ক্লাব ‘ইএসডিএম ক্লাব’।
সোমবার সকাল ১০ টায় অনুষ্ঠিত এই আয়োজনে সার্বিক সহায়তায় ছিলো নারী ও তরুণদের ক্ষমতায়নে কাজ করা সংগঠন জাগোনারী, সহযোগী হিসেবে যুক্ত ছিল সেভ দ্য চিলড্রেন এবং টেকনিক্যাল পার্টনার হিসেবে কাজ করে রাইমস (RHIMS)। কর্মশালাটি জার্মান ফেডারেল ফরেইন অফিস-এর অর্থায়নে বাস্তবায়িত হয়।
কর্মশালায় পবিপ্রবির শিক্ষার্থীদের পাশাপাশি জেলার বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি কার্যক্রমে নেতৃত্ব, তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগের মাধ্যমে পরিবর্তন আনার কৌশল নিয়ে মতবিনিময় করেন।
কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন এবং ইএসডিএম ক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. মহসীন হুসাইন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মাহবুব রব্বানি, চেয়ারম্যান, উদ্যানতত্ত্ব বিভাগ।
সভাপতিত্ব করেন পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর আহমেদ পারভেজ। উপস্থিত বক্তারা দুর্যোগ মোকাবিলায় যুব সমাজের অগ্রণী ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
বিশেষভাবে উক্ত কর্মশালায় পবিপ্রবির পরিবেশ বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত এবং জাগোনারীর ফেলোশিপপ্রাপ্ত তিন শিক্ষার্থী—ওমর ফারুক ইমরান, ইশরাত জাহান ঐশি এবং ইশরাত জাহান সুমাইয়া—তাদের ফেলোশিপ কার্যক্রমের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
জাগোনারীর পক্ষ থেকে বক্তব্য রাখেন সিসিএএ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এইচ. এম. মনিরুজ্জামান প্রিন্স, প্রোগ্রাম অফিসার লাইজু আক্তার, মনিটরিং অফিসার মারিয়া আক্তার জিন্তু। এছাড়াও সেভ দ্য চিলড্রেনের পটুয়াখালী প্রতিনিধি সঞ্চিতা হালদার এবং সংশ্লিষ্ট প্রকল্পের অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইএসডিএম ক্লাবের সভাপতি আফিয়া তাহমিন জাহিন এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারদিন হাসান।
কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে পবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “দূর্যোগ ব্যবস্থাপনা শুধু সরকারের একক দায়িত্ব নয়, বরং তরুণদের অংশগ্রহণ ছাড়া এটি সফল হতে পারে না। এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা যেভাবে নেতৃত্ব দেখিয়েছে, তা আমাদের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময়ই শিক্ষার্থীদের এমন উদ্ভাবনী ও সচেতনতা বৃদ্ধিমূলক উদ্যোগে উৎসাহিত করবে।
আপনার মতামত লিখুন :