খাগড়াছড়িতে ৯ প্রার্থী পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন। কোন ধরনের তদবির ও ঘুষ ছাড়া কেবল শারীরিক ও মেধা-যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকায় আবেদনের মাধ্যমে তাদের চাকরি হয়েছে বলে জানিয়েছেন তারা। বুধবার সকালে খাগড়াছড়ি পুলিশ লাইনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
লিখিত পরীক্ষায় মোট ৩১ জন কৃতকার্য হয়ে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়। পরবর্তীতে মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর মোট ৯ জন চূড়ান্ত মেধাতালিকায় এবং ৩ জন অপেক্ষমান তালিকায় স্থান পান। প্রার্থী হিসেবে সাগে ৪ শতাধিক পরীক্ষায় অংশ নেয়।
কার্যক্রমে নিয়োগ বোর্ডের সদস্য ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জাহেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) ফেনী তাসলিম হুসাইন ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :