মেসির জোড়া গোল ও জোড়া অ্যাসিস্টে ইন্টার মায়ামির বড় জয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৫, ০১:১৯ দুপুর

আবারও নিজের জাদুকরী পারফরম্যান্সে মুগ্ধ করলেন লিওনেল মেসি। যদিও তার একটি ভুলেই ম্যাচের শুরুতে গোল হজম করতে হয় ইন্টার মায়ামিকে, তবে পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মন্ট্রিয়ল সিএফকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দেয় দলটি।

বাংলাদেশ সময় রবিবার সকালে অনুষ্ঠিত এই ম্যাচ দিয়েই ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর নতুন করে মেজর লিগ সকারে যাত্রা শুরু করলো ইন্টার মায়ামি। ম্যাচে মেসি করেন দুটি চোখধাঁধানো গোল। বাকি দুটি গোলের একটি আসে তাদেও আইয়েন্দে এবং অন্যটি তেলাস্কো সেগোভিয়ার পা থেকে।

ম্যাচের শুরুতেই একটি ভুল পাসে বিপদ ডেকে আনেন মেসি। নিজেদের অর্ধে নেমে এসে ডিফেন্সের উদ্দেশ্যে ব্যাক পাস দিতে গিয়ে বল তুলে দেন প্রতিপক্ষ মন্ট্রিয়লের জার্মান ফরোয়ার্ড প্রিন্স উসুর পায়ে। ঠাণ্ডা মাথায় সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তিনি।

তবে গোল হজমের পর ধীরে ধীরে ছন্দে ফিরে আসে ইন্টার মায়ামি। ১৫তম মিনিটে জর্দি আলবার শট পোস্টে লেগে ফিরে আসলেও ফিরতি বলে মেসি গোল করতে পারেননি। তবে একের পর এক আক্রমণে মন্ট্রিয়লকে ব্যস্ত রাখে তারা।

৩৩তম মিনিটে মেসির চমৎকার টোকা থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে দলকে সমতায় ফেরান তাদেও আইয়েন্দে।

এরপর ৪০তম মিনিটে আসে মেসির প্রথম গোল। রক্ষণভাগ থেকে লুইস সুয়ারেস হেড করে বল বাড়ান মেসিকে। ডান দিক দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে যান আর্জেন্টাইন সুপারস্টার। তিন ডিফেন্ডার ঘিরে থাকলেও দুর্দান্ত নিয়ন্ত্রণ ও নিখুঁত শটে বল পাঠান জালে।

দ্বিতীয়ার্ধে মন্ট্রিয়ল কিছু আক্রমণ চালালেও গোল আদায় করতে পারেনি। উল্টো ৬০তম মিনিটে আরও একটি গোল খেয়ে বসে তারা। এবার গোলদাতা সেগোভিয়া। আইয়েন্দের পাস থেকে দুর্দান্ত এক শটে গোল করেন তিনি। বল ক্রসবারে লেগে জালে ঢুকে পড়ে, গোলকিপারের কিছুই করার ছিল না।

মাত্র দুই মিনিট পর আবারও আলো ছড়ান মেসি। মাঝমাঠ থেকে সুয়ারেসের আলতো পাস ধরে দ্রুতগতিতে এগিয়ে গিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকেন তিনি। এরপর আরও দুই ডিফেন্ডারকে পরাস্ত করে জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন মায়ামি অধিনায়ক। গোলের পর তার উচ্ছ্বাস দেখেই বোঝা যায়, পারফরম্যান্সে কতটা আত্মতৃপ্ত ছিলেন তিনি।

৭০তম মিনিটে মেসির পাস থেকে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন সুয়ারেস। কিন্তু মন্ট্রিয়লের গোলরক্ষক পায়ের সাহায্যে দুর্দান্ত সেভ করে সেই চেষ্টা ব্যর্থ করে দেন। বাকি সময়ে আর কোনো গোল না হলেও, ম্যাচে একচেটিয়া দাপট দেখিয়ে জয় তুলে নেয় ইন্টার মায়ামি।

এই জয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এসেছে মায়ামি। ক্লাব বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকায় তাদের কিছু ম্যাচ কম খেলা হয়েছে। ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে সিনসিনাটি।

ম্যাচজুড়ে নেতৃত্ব, দৃঢ়তা আর গোলের চমক দিয়ে আবারও প্রমাণ করলেন—মেসি মানেই একক আধিপত্যের নাম।

Link copied!