প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল): আগৈলঝাড়ায় সরকারের ১০ লাখ টাকার কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগে উঠেছে প্রকল্পের সভাপতি ও ইউপি সদস্যের বিরুদ্ধে। তাকে এ কাজে সহযোগিতা করছে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা বিপুল দাস। রাস্তা নির্মাণে অনিয়ম হলেও ভয়ে কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না।
জানা গেছে, বাকাল ইউনিয়নের কদমবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ওয়াপদা সড়ক পর্যন্ত ১ হাজার ৫শ ফুট রাস্তা ইটের সলিং করার জন্য ১০ লাখ ৬শ ১২ টাকা বরাদ্দ করা হয়েছে। ওই কাজের নিয়ম অনুযায়ী প্রকল্পের সভাপতি করা হয়েছে স্থানীয় ইউপি সদস্য বিকাশ মণ্ডল ও ওয়ার্ড বিএনপির সভাপতি তাপস অধিকারীকে সম্পাদক করে ৫ সদস্যের কাজ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। জুন মাসের মধ্যে কাজ শেষ করার সরকারি নির্দেশ থাকলেও তারা এখনও কাজ করছেন। বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা গেছে ওই রাস্তার পুরোনো ইট দিয়ে শ্রমিকরা কাজ করছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে জানা গেছে ওই রাস্তায় পুরোনো কোন ইট ব্যবহার করা যাবে না। সরকারি নির্দেশ অমান্য করে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপুল দাসের নির্দেশে ওই পুরোনো ইট ব্যবহার করা হচ্ছে। যতটুকু রাস্তায় ইটের সলিং বসানো হয়েছে তাও অনেক স্থানে ফাঁকা রয়েছে। এখনই ওই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে লোকজনের সমস্যায় পড়তে হচ্ছে। ওই রাস্তা দিয়ে চলাচলকারী আশিষ অধিকারী, ভ্যান চালক নুর আলম বলেন, কাজের মান ভালো হয় না। আমরা জানি না কত টাকা বরাদ্দ, তারা মাঝে মাঝে পুরোনো ইট দিয়ে কাজ করছে। ভয়ে আমরা কিছু বলতে পারছি না।
প্রকল্পের সভাপতি স্থানীয় ইউপি সদস্য বিকাশ মণ্ডল বলেন, আমি শুধু ইট, বালু সংগ্রহ করে দেই। কাজ বাস্তবায়ন করেন ইউপি চেয়ারম্যান বিপুল দাস। তিনি যে রকম বলেন সেই রকম কাজ করা হচ্ছে। এব্যাপারে ইউপি চেয়ারম্যান বিপুল দাস বলেন, পুরোনো ইট দিয়ে কাজ করলে তা উঠিয়ে ফেলার জন্য বলা হয়েছে। সঠিক নিয়মে কাজ করতে হবে।
এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল হোসেন বলেন, ফোন করে কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে। এরপরে কাজ করলে সেই দায়িত্ব ইউপি সদস্যের। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন বলেন, ফোন করে কাজ বন্ধ রাখার জন্য বলেছেন পিআইও। দেখে পরে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :