চট্টগ্রামের মিরসরাইয়ে বাস থেকে সাড়ে ৬ হাজার ইয়াবাসহ ৬ হিজড়া আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৫, ১১:১৭ রাত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তির কাছ থেকে সাড়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) বিকেলে উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রাণিসম্পদ হাসপাতালের সামনে এ অভিযান পরিচালিত হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি শ্যামলী পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৬৭৫) ইয়াবা বহনের সন্দেহে চিহ্নিত করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বাসটি থামানোর সিগন্যাল দেওয়া হলে কয়েকজন তৃতীয় লিঙ্গের যাত্রী বাস থেকে নেমে যাওয়ার চেষ্টা করে।

সন্দেহ হলে নারী পুলিশের সহায়তায় দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের কোমরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় মোট ৬ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান ওসি। তাদের নাম-পরিচয় যাচাই করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান তিনি।

Link copied!