সালাহউদ্দিনকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য, বিএনপির বিক্ষোভ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৫, ১১:২৯ রাত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যকে ‘কুরুচিপূর্ণ’ বলে উল্লেখ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। শনিবার বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যের জেরে কক্সবাজারে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় চকরিয়ায় এনসিপির পথসভায় স্থানীয় বিএনপির কর্মীরা বাধা দিয়ে ভ্রাম্যমাণ মঞ্চ ভাঙচুর করেন।

বিএনপি নেতাকর্মীরা বলেন, কক্সবাজার এসে এনসিপির সমাবেশ থেকে কক্সবাজারের ভূমিপুত্র বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে ডার্বি নাসীরের কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে বক্তব্য দিয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জুলাই আমাদের দুই সহস্রাধিক শহীদের রক্তের ইতিহাস। এই জুলাই কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। অনতিবিলম্বে তার এমন কুরুচিপূর্ণ আচরণের জন্য ক্ষমা চাইতে হবে।

এদিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিজানুর রহমান এক ফেসবুক পোস্টে বলেন, নব্য দুধের শিশু এনসিপি নেতা ডার্বি নাসীরুদ্দীন পাটওয়ারী কারে নিয়ে বিরূপ মন্তব্য করস? তুর টোটাল বয়সের চেয়ে এদেশের সম্পদ মৃত্যুঞ্জয়ী জননেতা বিএনপির মান্যবর স্থায়ী কমিটির সদস্য জনাব আলহাজ সালাহউদ্দিন আহমদের রাজনৈতিক বয়স বেশি। বিগত ১৬/১৭ বছর ফ্যাসিদের বিরুদ্ধে আমরা যা করেছি, তুরা এর বিন্দুকণাও করস নাই! এদেশের গণমানুষের কথা ভেবে আমরা ধৈর্য ধারণ করছি! এখনো সময় আছে ভালো হয়ে যাও? অতিরঞ্জিত করবি পরিণতি ভালো হবে না।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন বলেন, সমাবেশে একটি বক্তব্যের কারণে আমাদের গাড়িবহর আটকে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। চকরিয়ায় পথসভাস্থলে স্থানীয় বিএনপির কর্মীরা বাধা দিয়ে ভ্রাম্যমাণ মঞ্চ ভাঙচুর করেছেন।

চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বিএনপি নেতা সালাহউদ্দিনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মী। এ সময় একটু ঝামেলা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক।

এর আগে দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে জুলাই পদযাত্রার অংশ হিসেবে পথসভা করে এনসিপি। সেখানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা বক্তব্য দেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী তার বক্তব্য বলেন, ‘আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার ছিল শামীম ওসমান। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন। তিনি ঘের দখল করছেন, মানুষের জায়গা জমি দখল করছেন, চাঁদাবাজি করছেন।

Link copied!