জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৫, ১১:৩১ রাত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে যান তিনি।

এসময় মির্জা ফখরুলের সাথে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ছিলেন। এ ছাড়া জামায়াত আমীরের সাথে ছিলেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও মিয়া গোলাম পরওয়ার।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। দুই দফায় অসুস্থ হয়ে পড়ে গিয়ে শেষ পর্যন্ত মঞ্চ বসে বক্তব্য দেন তিনি।

সমাবেশ শেষে ডা. শফিকুর রহমানকে ধানমন্ডির ইবনে সীনা হাসপাতালে নেওয়া হয়। জামায়াতের প্রচার বিভাগের দায়িত্বশীল আতাউর রহমান জানান, আমিরে জামায়াতের পেশার, সুগার লেভেল ঠিক আছে।

Link copied!