বেনাপোলে ৩০ লাখ টাকার ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৫, ০৭:৪৯ বিকাল

যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) রাত ১২টার দিকে বড় আঁচড়া বটতলা পাকা রাস্তার পাশ থেকে এ চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। 

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তথ্য ছিল ভারত থেকে অবৈধভাবে আনা যৌন উত্তেজক ট্যাবলেট ওই এলাকায় মজুদ রাখা হয়েছে।

এরপর বেনাপোল বিওপির হাবিলদার মো. মামুনুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল অভিযানে নামে। অভিযান চলাকালে রাস্তার পাশে ফেলে রাখা দুটি বস্তা উদ্ধার করা হয়। পরে বিজিবি ক্যাম্পে এনে বস্তাগুলোর ভেতর থেকে পাওয়া যায় ৯ হাজার ৮০০ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত ট্যাবলেটগুলোর বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা। অভিযানের সময় চোরাকারবারীরা পালিয়ে গেলেও তাদের শনাক্তে কাজ চলছে।

অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, "সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পণ্য দেশে প্রবেশ ঠেকাতে আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছি। নজরদারি আরও বাড়ানো হয়েছে।

Link copied!