গলাচিপায় সাংবাদিক মুশফিকুর রহমানের স্মরণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫, ১১:০৭ রাত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ক্সদনিক সংবাদ পত্রিকার গলাচিপা প্রতিনিধি মুশফিকুররহমান রিচার্ডএর মত্যুতে আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সোমবার বিকেল সাড়ে ৫টায় গলাচিপা প্রেসক্লাবে আলোচনা সভায় বক্তৃতা করেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি ও মুুশফিকুররহমান রিচার্ডএর বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্বমো. সিদ্দিকুররহমান, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, ভারপ্রাপ্ত 
সাধারণ সম্পাদক মুনতাসির মামুন, সহসভাপতি ও ক্সদনিক দিনকালের গলাচিপা প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. জাকির হোসাইন, গলাচিপা রিপোর্টার্সক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ক্সদনিক বাংলাদেশ প্রতিদিনের গলাচিপা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ, ক্সদনিক কালের কন্ঠের গলাচিপা উপজেলা প্রতিনিধি সাইমুররহমান এলিট, ‣দনিক আমাদের সময়ের গলাচিপা প্রতিনিধি মো. নাসির উদ্দিন, ক্সদনিক যায়যায়দিনের গলাচিপা প্রতিনিধি ও কোষাধ্যক্ষ রিয়াদ হোসাইন, ক্সদনিক অর্থনীতির গলাচিপা প্রতিনিধি মাসুদর রহমান, মাইটিভির গলাচিপা প্রতিনিধি হাসান এলাহী, প্রভাষক আবুহেনা সোয়েব আশিষ, ‣দনিক রূপালী বাংলাদেশের গলাচিপা প্রতিনিধি বিনয় কর্মকার, ক্সদনিক বাংলাদেশ বুলেটিনের গলাচিপা প্রতিনিধি সঞ্জিব দাস, বিজয় টিভির গলাচিপা উপজেলা প্রতিনিধি আহসান 
উদ্দিন জিকু,ক্সদনিক ঢাকা প্রতিদিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি কমল সরকার, রাজধানী টিভির গলাচিপা উপজেলা প্রতিনিধি শপথ দাস, এশিয়ান টিভির গলাচিপা প্রতিনিধি সাব্বির আহম্মেদ ইমন, ক্সদনিক নিউন্যাশনের গলাচিপা প্রতিনিধি সঞ্জীব সাহা, ক্সদনিক মানব কন্ঠের গলাচিপা প্রতিনিধি মো. আল মামুন, হাফেজ মো. মনির হোসেন, ক্সদনিক সংবাদ সকাল পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি পঙ্কজ গাঙ্গুলী, ক্সদনিক দিন প্রতিদিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি নাসির উদ্দিন প্যাদা প্রমুখ।

আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন গলাচিপা তহশিল জামে মসজিদ এর ইমাম মাওলানা হেলাল উদ্দিন, হাফেজ মাওলানা মো. নূরেআলম সিদ্দিকি।

উল্লেখ্য, গত ২২ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়মুশফিকুর রহমান রিচার্ডমৃত্যুবরণ করেন। 

 

Link copied!