গাজায় মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা জার্মানি-স্পেনের শীর্ষ নেতাদের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫, ১২:৩৭ দুপুর

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস ঘোষণা করেছেন যে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াস ফ্রান্স ও যুক্তরাজ্যের সাথে সমন্বয় করে গাজায় খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠাবেন। তিনি জানান, ফ্রান্স ও যুক্তরাজ্যও এই বিমান সহায়তা প্রদানে প্রস্তুত।

মের্ৎস বলেন, ‘আমরা জানি এটি গাজার মানুষের জন্য খুবই সামান্য সহায়তা, তবে অন্তত এটি একটি অবদান যা আমরা আনন্দের সাথে করছি। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বুয়েনোও জানিয়েছেন যে জর্ডানের সাথে সমন্বয় করে আগামী কয়েক দিনের মধ্যে তার দেশ সহায়তা প্যারাশুটে পাঠাবে। তিনি বলেন, ‘কিছু খাদ্য সামগ্রীর প্যারাশুট ড্রপ, কিন্তু এটি সমুদ্রে এক ফোঁটা জলমাত্র।

স্পেন আগামী আগস্টের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের মধ্যে গাজায় প্রায় ৫,০০০ মানুষের জন্য খাদ্য সহায়তা প্যারাশুটে পাঠানোর পরিকল্পনা করেছে। জাতিসংঘের এজেন্সিগুলোর মাধ্যমে স্থলপথে সহায়তা বিতরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অবাধে, কোনো বাধা ছাড়াই সহায়তার একটি স্থায়ী প্রবাহ প্রয়োজন।

সূত্র: সিএনএন নিউজ।

Link copied!