ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির অ্যাঞ্জেল ফিশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫, ১০:১৫ রাত

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।।  কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি অ্যাঞ্জেল ফিশ। এটির দৈর্ঘ প্রায় ১৬ ইঞ্চি। রঙিন ও দৃষ্টিনন্দন সামুদ্রিক মাছটির শরীরে হালকা নীল ও হলুদ রংয়ের লম্বা লম্বি দাগ রয়েছে। এছাড়া মুখমল্ডল দেখতে অনেকটা “মাস্ক” প্যাটার্ন। অনেকের কাছে এটি এ্যাকুরিয়াম ফিশ নামেও পরিচিত। রবিবার সকালে মৎস্য বন্দর মহিপুরের আড়তে এ মাছটি নিয়ে আসে।

জেলেরা জানান, গত এক সপ্তাহ আগে ‘এফবি জারিফ তারিফ’ নামের একটি ফিসিং ট্রলার নিয়ে গভীর সাগরে যায় জেলে আনোয়ার মাঝি। ৪ আগস্ট সাগরে জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে এ মাছটি ধরা পড়ে। তবে এর আগে তাদের জালে এ ধরনের বিরল প্রজাতির মাছ ধরা পড়েনি কখনো।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী ছগির আকন বলেন, মাছটি দেখে তিনি আনোয়ার মাঝির কাছ থেকে বাসায় নিয়ে যায়। তবে এ মাছটি খাওয়া যায় কিনা সে বিষয়ে ধারণা নেই তার।

ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশ’র গবেষণা সহকারী বখতিয়ার রহমান বলেন, মাছটির বাংলা নাম ‘অ্যাঞ্জেলফিশ’ বৈজ্ঞানিক নাম (Pomacanthus Imperator) এটি রঙিন একটি সামুদ্রিক মাছ। এর প্রাকৃতিক আবাসস্থল ভারত ও প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রধান অঞ্চলে। সর্বোচ্চ প্রায় ৪০ সেমি (১৬ ইঞ্চি) পর্যন্ত বড় হতে পারে। মাছটি সাধারণত প্রবাল প্রধান, লবণাক্ত, উষ্ণ সমুদ্র অঞ্চলে থাকে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন,“মাছটির বাংলা নাম ‘অ্যাঞ্জেলফিশ’। এটি একটি বিরল প্রজাতির মাছ। উপক‚লে সচরাচর দেখা যায় না। 

Link copied!