আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপে এক শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় টাইগাররা। জবাবে রান তাড়ায় নেমে আফগানিস্তান অলআউট হয় ২০ ওভারে ১৪৬ রানে।
বাংলাদেশের ইনিংসের শুরুটা দারুণ করে দেন ওপেনার তানজিদ হাসান তামিম। ঝড়ো ব্যাটিংয়ে তিনি ৩১ বলে ৫২ রান করেন, যেখানে ছিল ৪টি চার ও ৩টি ছক্কার মার। তার সঙ্গে ওপেনিং জুটি গড়ে সাইফ হাসান করেন ৩০ রান। তবে লিটন দাস ব্যর্থ হয়ে মাত্র ৯ রানে ফিরলেও তৌহিদ হৃদয় গুরুত্বপূর্ণ সময়ে ২৬ রানের ইনিংস খেলেন। শেষ দিকে নুরুল হাসান সোহানের ৬ বলে ১২ রানের ক্যামিওতে দলের স্কোর দাঁড়ায় ১৫৪। আফগানিস্তানের হয়ে নুর আহমেদ ও রশিদ খান দুটি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে শুরুতেই বাংলাদেশি স্পিনার নাসুম আহমেদের ঘূর্ণিতে বিপর্যস্ত হয় আফগানিস্তান। ওপেনার সেদিকুল্লাহ আতাল শূন্য রানেই ফিরেন, আরেক ওপেনার ইব্রাহিম জাদরান করেন মাত্র ৫ রান। তবে উইকেটরক্ষক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ কিছুটা প্রতিরোধ গড়ে ৩৫ রান করেন। এরপর আজমাতউল্লাহ ওমরজাইয়ের ১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস ম্যাচে উত্তেজনা ফেরায়। শেষ দিকে অধিনায়ক রশিদ খান ১১ বলে ২০ রান করে জয়ের স্বপ্ন দেখালেও মুস্তাফিজুর রহমানের কাটারে ভেঙে পড়ে আফগানদের আশা।
রোমাঞ্চ ধরে রাখে শেষ ওভারও। জয়ের জন্য আফগানিস্তানের দরকার ছিল ২১ রান। নূর আহমেদ টানা দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেন। তবে টাসকিন আহমেদের বলে বড় শট খেলার চেষ্টায় ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এর পরেই নিশ্চিত হয় বাংলাদেশের জয়।
বাংলাদেশি বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান ছিলেন অনবদ্য। তিনি ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ৩ উইকেট। নাসুম আহমেদ দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ১১ রান খরচায় তুলে নেন ২ উইকেট। লেগ-স্পিনার রিশাদ হোসেনও ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন ২ উইকেট। টাসকিন আহমেদ সমানভাবে দাপট দেখিয়ে নিয়েছেন ২ উইকেট।
শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনায় ভরা এই ম্যাচে দারুণ জয় তুলে নেয় বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের টিকে থাকার আশা বাঁচিয়ে রাখল সাকিব-মুশফিক-তামিমবিহীন নতুন রূপের টাইগাররা। এবারের এশিয়া কাপে এই জয় তাদের আত্মবিশ্বাসকে আরও উজ্জীবিত করবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :