আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তার নিজ নির্বাচনী এলাকায় গিয়ে বিরূপ পরিস্থিতির মুখে পড়েছেন। রবিবার দুপুর ১টার দিকে স্থানীয় জনতা তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করলে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাটি ঘটে রহমতপুর–বাবুগঞ্জ–মুলাদী–হিজলা সড়কের ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে।
সেখানে বক্তব্য দিতে গিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, স্থানীয়দের চাঁদা দাবির কারণে সেতুর কাজ এক সময় স্থগিত ছিল।এমন বক্তব্য দেওয়ার পরপরই উপস্থিত জনতা তীব্র প্রতিক্রিয়া দেখায় এবং স্লোগান দিতে শুরু করে। উত্তেজনা বাড়তে থাকলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন। পরে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল ব্যারিস্টার ফুয়াদকে এলাকায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন বলেন, ফুয়াদ সেতু উদ্বোধনের মঞ্চে এসে বাবুগঞ্জের সাধারণ নাগরিকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন এবং গণমাধ্যমে এমন বক্তব্য দিয়েছেন যা স্থানীয়দের জন্য ‘অপমানজনক’ বলে মনে হয়েছে। ফলে স্থানীয়রা প্রতিবাদ জানায়।

আপনার মতামত লিখুন :