ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

মুসলমান অন্যকে আগে আঘাত করে না, তবে আঘাত আসলে তা প্রতিহত করে: পীর ছাহেব ছারছীনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৫, ১০:০৫ রাত

আবদুর রহমান, স্টাফ রিপোর্টার: আমীরে হিযবুল্লাহ, ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন (মা.জি.আ.) গতকাল বরিশাল শহরের রুপাতলী দারুল আবরার মডেল কামিল মাদরাসা ও মাহবুবুর রহমান মোল্লা ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত ঈছালে ছাওয়াব মাহফিলে এই কথা বলেন।

পীর ছাহেব কেবলা ভক্ত মুরিদদের উদ্দেশ্যে বলেন- মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে বান্দার নৈকট্য লাভের পন্থায় ওসিলা গ্রহণের বিকল্প নেই। বর্তমানে একদল লোক পবিত্র কোরআনে বর্ণিত ওসিলা এর বিষয়টিকে অস্বীকার করছে যা সঠিক আকিদার পরিপন্থী। সঠিক আকিদার অনুসারী হওয়া ছাড়া একজন মুমিনের ঈমানের দাবী পূর্ণতা পায় না। আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে অন্যান্য ফরজ ইবাদতের পাশাপাশি জিহাদকেও ফরজ করেছেন। কিন্তু কারো মন গড়া ব্যাখ্যায় জিহাদের বাস্তবায়ন হয় না। একজন মুসলমানের সাথে অন্য মুসলমানের জিহাদ শরীয়ত সমর্থন করে না। পরিভাষা অনুসারে জিহাদ হবে ইসলামী শরীয়তের অনুসরণপূর্বক। মনে রাখতে হবে মুসলমান অন্যকে কখনও আগে আঘাত করে না, তবে আঘাত আসলে তা প্রতিহত করে।

পীর ছাহেব কেবলা আরো বলেন- সহশিক্ষার বিষাক্ত ছোবলে আজকে মাদ্রাসা শিক্ষাঙ্গন এক ভয়াবহ পরিণামের শিকার হয়েছে। দারুল আবরারের মত কিছু প্রতিষ্ঠান এখনো বিদ্যমান রয়েছে যারা সহশিক্ষা থেকে মুক্ত রয়েছে। শরীয়তের হুকুম পর্দার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে অবহেলা করে যে মাদ্রাসাগুলো পরিচালিত হয় সেখানে প্রকৃত ইসলামের শিক্ষার পরিবর্তে অপসংস্কৃতির বিস্তার ঘটছে। এর থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে বিকল্প শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে।

মাহফিলে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নায়েবে আমীর ও ঐতিহ্যবাহী জামে এবাদুল্লাহ মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেমায়েত বিন তৈয়্যেব, মুফতি মাওলানা মোঃ হায়দার হোসাইন,  হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা  মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।

Link copied!