ছারছীনার পীর ছাহেব হুজুরের নির্দেশক্রমে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যোগে সোমবার (৭ই এপ্রিল) সকাল ১০ টায় নাঙ্গলকোট বটতলা চত্বরে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে এক বিশাল মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ নাঙ্গলকোট উপজেলা শাখার সেক্রেটারি জেনারেল মাওলানা আবু বকর সিদ্দিক, ঢালুয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুল খায়ের, জুলফিকার হামদ নাত ও গজল পরিবেশক দলের কেন্দ্রীয় সহ-পরিচালক মাওলানা ইমাম হুসাইন, নাঙ্গলকোট উপজেলা যুব হিযবুল্লাহর সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ, নাঙ্গলকোট উপজেলা ছাত্র হিযবুল্লাহর সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, নাঙ্গলকোট আদর্শ ক্লাবের সভাপতি বাসির আহাম্মদ সহ সর্বস্তরের আপামর তৌহিদি জনতা।
আপনার মতামত লিখুন :