মৌলভীবাজার প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫, ০৮:২৯ রাত

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: প্রভাবশালী নিপু চন্দ্র রায় ও তাদের সহযোগীদের কবল থেকে মৌরসীসুত্রে প্রাপ্ত বসতবাড়ী রক্ষা করার দাবীতে  ২৬ এপ্রিল শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায়, দিনমজুর, নিরহ ভুক্তভোগী পরিবার।

মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়ন এর আকবরপুর গ্রামের ভুক্তভোগী মনি পাশী জানান-আকবরপুর মৌজায় তার দাদা শিবপ্রসাদ পাল (ওরফে) শিবপ্রসাদ পার্শী ও দাদার ভাই দুর্গাপ্রসাদ পাল (ওরফে) দুর্গা প্রসাদ পার্শী এর ৮৬. ০০ শতক জমি রয়েছে। যার এস এ খতিয়ান নং-৩৩৩, দাগ নং- ৮৯৯ ও ৯০০। দুই ভাই দুই অংশে  শিবপ্রসাদ পাল ৪৩ শতক ও দুর্গাপ্রসাদ পাল এর ৪৩ শতক।

শিব প্রসাদ পাল এর দুই ছেলে সৎনারায়ন পাশী এবং জয় নারায়ন পাশী। দুর্গাপ্রসাদ পাল নিঃসন্তান। দুর্গাপ্রসাদ পাল নিঃসন্তান থাকায় তার মা তার দেখাশুনা ও সেবা-শুশ্রæষা করেন। তাই বিগত ১৯৮৫ ইং সালে রামপতি পাশীকে তিনি তার ৪৩ শতক জমি দানপত্র দলিল করে জমির দেখাশুনা ও ভোগদখলের দায়িত্ব দেন। সুধীর চন্দ্র রায় বিগত ১৯৯০ ইং সালে শিব প্রসাদ পাল এর দুই সন্তান সৎনারায়ন পাশী (মানসিক রোগী) ও জয় নারায়ন পাশীর ৪৩ শতক জমি কিনে ক্রয়স‚ত্রে মালিক হন। তার মা মৌরসীস‚ত্রে বাকি ৪৩ জমির মালিক।

উক্ত জমি জবরদখলের জন্য নিপু চন্দ্র রায়গংরা একাধিকবার তাদের জমির মালিকানা কাগজপত্র ছিনিয়ে নিতে ও প্রাণে মেরে ফেলার জন্য হামলা-ভাংচুর ও লুঠপাট করেন। বিগত- ২০১৭ইং তার প্রতিরানী পাশী ওরফে রাম প্রতি পাশী-কে দেশীয় ধারালো অস্ত্র দ্বারা মাথায় ও পায়ে গুরুতর আহত করে। উক্ত ঘটনায় তিনি বাদী হয়ে মামলা দায়ের করলে নিপু চন্দ্র রায় ২১ দিন জেল হাজতে ছিলেন। যাহার মামলা নং-জি আর ১৭৮/২০১৭(সদর)।

সর্বশেষ একই ভাবে গত ২০ এপ্রিল নিপু চন্দ্র রায় ও তার ছেলে নিলয় চন্দ্র রায় এবং তাদের ভাড়াটিয়া মাস্তান ও বখাটেদের নিয়ে তাদের বসত বাড়িতে হামলা লুঠপাট, ভাংচুর ও নারকীয় তান্ডব চালায়। এ সময় প্রতিবাদ করলে তারর অসুস্থ বাবা সত্যনারায়ন পাশী (মানষিক প্রতিবন্ধী), মা-ভাই ও পরিবারের অন্যান্যদের উপর নির্যাতন করেন। হামলাকারীরা বসতবাড়ির লোহার গেইট ভেঙে প্রবেশ করে দুইটা টিনের ঘর ভাংচুরসহ আমাদের মেইনঘরের সমগ্র মালামাল লুটপাট করে। তার মাকে মারধোর করে। লোহার রড দিয়ে প্রাণে শেষ করে দেয়ার জন্য এলোপাতাড়ি আঘাত করে। ভাই আশীষ পাশী ও প্রদিপ পাশী গুরুতর জখমী হয়।

গুরুতর জখমী হয়ে প্রাথমিক চিকিৎসা শেষে মা রামপতি পাশী বাদী হয়ে গত ২১-০৪-২৫ ইং তারিখে মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ দায়ের করেন। তার উপর নিপু চন্দ্র রায়ের ছেলে নিলয় চন্দ্র রায় গত ২০-০৪-২৫ ইং তারিখে উল্টো আমাদেরকে হয়রানী করার উদ্যেশে মিথ্যা মামলা দায়ের করলে গত ২১-০৪-২৫ইং, আমার ভাই প্রদিপ পাশীকে মৌলভীবাজার মডেল থানার এস.আই পবিত্র শেখর দাশ তাকে নিয়ে যায়।

লিখিত বক্তব্য তিনি অরো জানান- প্রভাবশালী নিপু চন্দ্র রায় আমাদেরকে হয়রানী ও আমাদের মৌরসীসুত্রে প্রাপ্ত বসতবাড়ী থেকে উচ্ছেদের ষড়যন্ত্রেও অংশ হিসাবে গত ২২ এপ্রিল-২০২৫ইং, মৌলভীবাজার প্রেসক্লাবে কাল্পনিক ঘটনা সাজিয়ে এক সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি ১২নং গিয়াসনগর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান গোলাম মোশারফ টিটু-কে নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছেন।

তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রভাবশালী নিপু চন্দ্র রায় এর বিভিন্ন লোকজন দিয়ে হয়রানী, ভয়ভীতি, হুমকি-ধামকির কারনে পরিবারের লোকজন নিয়ে চরম নিরাপত্তা হীনতায় রয়েছেন বলে অভিযোগ করেন।

 

 

Link copied!