শেখ হাসিনার উপদেষ্টা তারিক সিদ্দিকের ১৭ একর জমি জব্দ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫, ১০:২২ দুপুর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও তার পরিবারের মালিকানাধীন ১৭ একর জমি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। দলিল অনুযায়ী এসব জমির মূল্য প্রায় ২৬ কোটি ৪৫ লাখ টাকা।

বুধবার (২৩ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।

দুদকের আবেদনে বলা হয়, তারিক সিদ্দিক, তার ভাই শাহিন সিদ্দিক ও রফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে। অনুসন্ধানের সময় কমিশনের কাছে তথ্য আসে, অভিযুক্তরা জমিগুলো অন্যের কাছে হস্তান্তরের চেষ্টা করছেন।

দুদকের মতে, এই সম্পদ স্থানান্তর হলে চলমান তদন্ত বাধাগ্রস্ত হতে পারে এবং রাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আদালতের কাছে জমিগুলো সাময়িক জব্দের আবেদন জানানো হয়। আদালত আবেদনের যুক্তি গ্রহণ করে ওই সম্পত্তি জব্দের নির্দেশ দেন।

উল্লেখ্য, গণ-আন্দোলনের মুখে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের একাধিক সাবেক মন্ত্রী-উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে দুদক।

Link copied!