আগৈলঝাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে 

আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ মে, ২০২৫, ০৫:৩৪ বিকাল

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীবের সভাপতিত্বে হলরুমে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সবুজ রায়, স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ নুরুন্নাহার বেগম, শম্পা ভান্ডারী, অঞ্জনা রানী মন্ডল, আয়েশা খাতুন, রেবা হালদার, পলি বৈদ্য, রিংকু হালদার, মল্লিকা হালদার ও তাহমিনা বেগম প্রমুখ। 
 

 

Link copied!