খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে বিএনপির দোয়া মাহফিল

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে বিএনপির দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের সিনিয়র নেতাদের উপস্থিতিতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। বাবা ইস্কান্দার মজুমদার এবং মা তৈয়বা মজুমদারের তৃতীয় সন্তান তিনি। খালেদা জিয়ার জন্মদিনে দলীয়ভাবে এবারও কেক কাটার কোনো আয়োজন নেই।

সরকারি অফিসের ৫০ শতাংশ লোকজন কাজ না করে বসে থাকে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আপনিও কি তাই মনে করেন ?