প্রথমবারের মতো বেঁচে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন প্রায় ৫ হাজার হাজী। বাড়ি ভাড়া ও সার্ভিস চার্জে কম খরচ হওয়ায় ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা ফেরত দেয়া হচ্ছে হজ যাত্রীদের।
এছাড়া হজে গিয়ে এবার বাংলাদেশি মুসল্লি কম মারা গেছেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বিগত আমলে হজ ঘিরে এজেন্সিগুলোর বিরুদ্ধে নানা হয়রানি ও অনিয়মের অভিযোগ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। এমনকি ঠিক সময় টাকা জমা দিয়েও অব্যবস্থাপনার কারণে অনেকেই হজে যেতে পারেননি।
৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে এবারই প্রথম হজ ব্যবস্থাপনা নিয়ে তেমন কোনো অভিযোগ শোনা যায়নি মুসল্লিদের কাছ থেকে। অভিযুক্ত হজ এজেন্সিগুলোর বিরুদ্ধেও আগেভাগেই ব্যবস্থা নিয়েছিল সরকার। সেটারই সুফল মিললো। প্রথমবারের মতো হাজীদের উদ্বৃত্ত টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
হজ ব্যবস্থাপনায় সরকারের ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নেই জানিয়ে উপদেষ্টা বলেন, ‘বাড়ি ভাড়াসহ অন্যান্য সেবা খাতে চার্জ কম লাগায় কিছু টাকা বেঁচে গেছে। আমরা সে টাকা ফেরত দেবো। প্রায় ৫ হাজার হাজীকে ফেরত দেয়া হবে ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা।’
হজ শেষে ৮৭ হাজার ১৪৫ জন হাজী দেশে ফিরেছেন। এবারের হজে হারানো ও মৃতের সংখ্যা কমেছে বলেও জানান ধর্ম উপদেষ্টা।
তিনি বলেন, ‘এ পর্যন্ত আমাদের ২৭ হাজার ১৪৫ জন হাজী দেশে ফিরেছেন। কোনো ফ্লাইট বিপর্যয় ঘটেনি। ৫ জনকে আমরা মেডিকেল বেডের মাধ্যমে ঢাকায় আনা হচ্ছে। তারা বসে আসতে পারবেন না। এ কারণে তাদের এভাবে জেদ্দা থেকে ঢাকায় আনা হচ্ছে।’
এবার হজ করতে গিয়ে ৪৫ জন মারা গেছেন। আর এখন পর্যন্ত ৯ জন সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
আপনার মতামত লিখুন :