পর্নোগ্রাফি সাইটে নিজের ছবি দেখে ক্ষুব্ধ ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫, ১০:০৫ রাত

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একটি পর্নোগ্রাফি সাইটে নিজের এবং তার পরিবারের সদস্যদের ছবি বিকৃত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। সাইটটি মেলোনি, তার বোন আরিয়ানা এবং অন্যান্য উচ্চ-প্রোফাইল নারীদের ছবি ডিপফেক করে যৌনাবেদনমূলক ও অশালীন ক্যাপশনসহ প্রকাশ করেছিল।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ব্যাপক প্রতিক্রিয়ার পর সাইটটির পরিচালকরা এটি বন্ধ করে দেন। অভিযোগ রয়েছে, সাইটটি সোশ্যাল মিডিয়া এবং পাবলিক সোর্স থেকে নারীদের ছবি সংগ্রহ করে তা বিকৃত ও নকল করে প্রকাশ করত।

মেলোনির পাশাপাশি আরও বেশ কিছু ইতালীয় সেলিব্রিটি ও রাজনীতিবিদদের ছবি এই সাইটে ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে প্রধানমন্ত্রী ইতালির কোরিয়ার ডেলা সেরা সংবাদপত্রকে বলেন, "এটা আমার জন্য খুবই হতাশাজনক। আমি সেই সকল নারীর প্রতি সংহতি জানাই যারা এই সাইটটির মাধ্যমে অপমানিত, অসন্তুষ্ট এবং লঙ্ঘিত হয়েছেন।"

তিনি আরও বলেন, "এটা খুবই দুঃখজনক যে, ২০২৫ সালেও কিছু মানুষ এমন আচরণকে স্বাভাবিক এবং বৈধ বলে মনে করেন, যেখানে একজন নারীর মর্যাদা পদদলিত হয়ে তাকে যৌনতাবাদী ও অশালীন অপমানের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়।"

এটি নতুন কিছু নয়, কারণ ২০২৩ সালে তার দীর্ঘদিনের সঙ্গীর যৌনতাবাদী মন্তব্যের কারণে মেলোনির বিবাহবিচ্ছেদ হয়। তিনি এর আগেও নারী সংক্রান্ত বিষয়গুলোতে সোচ্চার ছিলেন, বিশেষ করে ডিপফেক পর্নোগ্রাফি এবং পারিবারিক সহিংসতা নিয়ে।

এছাড়া, ২০২৪ সালে মেলোনি তার বিরুদ্ধে একটি ডিপফেক ভিডিও তৈরি করার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। সেই মামলার পরবর্তী শুনানি সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।

Link copied!