কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকত রক্ষা বাঁধের সৌন্দর্য বর্ধনের ৬ হাজার কৃষ্ণচ‚ড়া , সোনালু এবং অর্জুন গাছ চারা রোপণের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল ১০ টায় জিরো পয়েন্টে সংলগ্ন বাঁধে আনুষ্ঠানিভাবে এর কার্যক্রম শুরু করা হয়। এতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের অর্থায়নে কুয়াকাটা পৌরসভা, ট্যুর অপারেটরস এসোসিয়েশন সহ বেশ কয়েকটি সংগঠনের সহযোগিতা করে।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক ,কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, ব্রাক প্রজেক্ট ম্যানেজার মো.কামাল হোসেন, বন বিভাগ বিড কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, আগামী ৪ বছর পরে এই বেরিবাঁধের সৌন্দর্য দেখতে পর্যটকটরা কুয়াকাটা আসবে। কুয়াকাটার অন্যতম সৌন্দর্য মÐিত স্থান হবে এই কৃষ্ণচ‚ড়ার সৌন্দর্য। তাই এগুলো রক্ষার দায়িত্ব সকলের।
কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, আগামী কয়েক বছর পরে লাল আর সোনালীতে ভরে উঠবে, সেই অপেক্ষায় কুয়াকাটাবাসী। তবে সৈকত রক্ষা বাঁধের সৌন্দর্য বর্ধনের লক্ষে ৬ হাজার কৃষ্ণচ‚ড়া , সোনালু এবং অর্জুন গাছ চারা রোপন করা হবে।
আপনার মতামত লিখুন :