কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি-এই ¯েøাগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য রক্ষায় সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ, আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
সোমবার সকাল ১০টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের লোন্দা খেয়াঘাট এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভ‚মি) জনাব ইয়াসিন সাদিক।এসময় ওয়াটার কিপার্স বাংলাদেশ কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, সংগঠক কামাল হাসান রনি, আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব, পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া এর কার্যকরী সদস্য নজরুল ইসলাম, ইউপি সসদ্য মো.মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের প্রথম দিন ৪০০ বিভিন্ন প্রজাতির গাছে চার রোপন করেছেন। তবে পুরো মাসে তিন হাজার গাছের চারা রোপনের টার্গেট হাতে নিয়েছেন তারা।
বৃক্ষ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন কালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক সাংবাদিকদের জানান, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই।
প্রত্যেকটি গাছের চারা রোপণের পরে এটি বেড়ে ওঠার জন্য সবাইকে সচেতন ও আন্তরিকভাবে সচেষ্ট থাকা দরকার।
আপনার মতামত লিখুন :