কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় আশঙ্কাজনক ভাবে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্য। প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছে ৫০ জন। ইতিমধ্যে একজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসা নিয়েছে ১০৪ জন। চিকিৎসাধীণ রয়েছে ছয়জন। তাই ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন করতে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচী’র জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে কলাপাড়া হাসপাতাল ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইনের আয়োজন করে।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার আবাসস্থল ধ্বংস করতে হাসপাতাল ক্যাম্পাসের সকল ড্রেন ও ময়লা পরিষ্কার করা হয়। ক্লিনিং ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শঙ্কর প্রসাদ অধিকারী, ব্রাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা আজিজুল ইসলাম আজিজ, ব্রাক’র প্রতিনিধি বশিরুজ্জামান, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মৃনাল চন্দ্র দেবনাথসহ আরওে অনেকে।
ব্র্যাক কর্মকর্তা জানান আজিজুল ইসলাম জানান, এ কার্যক্রম চলমান থাকবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শঙ্কর প্রসাদ অধিকারী বলেন, এ অবস্থায় মানুষ সচেতন না হলে এর প্রাদুর্ভাব কমবে না।
আপনার মতামত লিখুন :