কলাপাড়ায় সড়ক সংস্কার করে দিলেন বিএনপি নেতা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৫, ১০:০২ দুপুর

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার পর্যন্ত এক থেকে দেড় কিলোমিটার পাঁকা সড়ক, দীর্ঘ কয়েক বছর ধরে এ সড়কটির সংষ্কার হয়নি। বড় বড় গর্ত এবং খানাখন্দে একাকার হয়ে গেছে। এর মধ্যে টানা বৃষ্টিতে আরও খারাপ হয়ে যায়। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহ। এমনকি ছোট খাটো দু-একটি দুর্ঘটনাও ঘটেছে সেখানে।

জনগনের ভোগান্তি লাঘবে এ সড়কটি সংস্কার কাজে এগিয়ে এলেন উপজেলা বালিয়াতলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মজিবর রহমান হাওলাদার। তিনি ব্যক্তিগত উদ্যোগ ও নিজ অর্থায়নে রাস্তাটি সংষ্কার করে দিলেন। ভুক্তভোগী মানুষ তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তবে অতিদ্রæত এ সড়কটি পুরোপুরি সংষ্কারের জন্য এলজিইডি কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা ইব্রাহিম গাজী বলেন, এ রাস্তা দিয়ে যানবাহন চলতে গিয়ে অনেকই দুর্ঘটনা ঘটেছে। মজিবর রহমান হাওলাদার নিজ উদ্যোগে স্থানীয়দের নিয়ে সড়কের বিভিন্ন স্থানে মেরামত করেন। এতে ভোগান্তি অনেকটা কমেছে। বালিয়াতলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো.মজিবর রহমান হাওলাদার বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ লাগবের জন্য রাস্তাটি সংস্কার করেছেন।

উপজেলা নির্বাহী প্রকৌশলী মো.সাদেকুর রহমান বলেন, স্থানীয়ভাবে সড়কটি সংষ্কার করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি। সড়ক সংষ্কারের নতুন বাজেট আসলে অতি দ্রæত এ রাস্তাটি সংষ্কার করবেন বলে তিনি সাংবাদিকদের জানান।

Link copied!