আগস্ট থেকে ১৫ টাকায় চাল পাবে ৫৫ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৫, ০৩:৫৮ দুপুর

দেশের ৫৫ লাখ দরিদ্র ও নিম্নআয়ের পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দিতে যাচ্ছে সরকার। আগামী আগস্ট মাস থেকে আবারও চালু হচ্ছে ‘খাদ্যবান্ধব কর্মসূচি’, যা চলবে ছয় মাসব্যাপী। এই কর্মসূচির আওতায় প্রতি পরিবার মাসে ৩০ কেজি করে চাল পাবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “আগস্ট মাস থেকে খাদ্যবান্ধব কর্মসূচি ফের চালু করা হচ্ছে। এতে দেশের প্রায় ৫৫ লাখ পরিবার উপকারভোগী হবে। প্রতিমাসে তাদের ৩০ কেজি করে চাল দেওয়া হবে এবং প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা।”

সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন মৌসুমে বন্যা ও দুর্যোগের প্রভাব মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে সরকার খাদ্য মজুত বাড়াতে পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে সরকারিভাবে ৪ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি খাতেও ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

কর্মসূচির আওতায় আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর- এই চার মাসে নিয়মিতভাবে চাল বিতরণ করা হবে। এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে এই কর্মসূচি সাময়িকভাবে স্থগিত থাকবে। পরবর্তীতে আবার ফেব্রুয়ারি ও মার্চ মাসে চাল বিতরণ করা হবে।

এ কার্যক্রমের মাধ্যমে দেশের দরিদ্র জনগোষ্ঠীকে ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা দেওয়া এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানান খাদ্য উপদেষ্টা। দেশের বর্তমান খাদ্য পরিস্থিতি এবং বৈশ্বিক সংকট বিবেচনায় নিয়ে এই কর্মসূচিকে অত্যন্ত সময়োপযোগী ও মানবিক উদ্যোগ বলেও মনে করছেন বিশ্লেষকরা।

Link copied!