ফেসবুকে যে কারণে বন্ধ হচ্ছে মনিটাইজেশন সুবিধা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫, ০৯:৩৮ রাত

কপি করা কনটেন্টের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। অন্যের ভিডিও বা মিম নকল করে পোস্ট করা, জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের প্রোফাইল নকল করা কিংবা একঘেয়ে কনটেন্ট ছড়ানো বন্ধে নতুন নীতিমালা ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

গত ১৪ জুলাই প্রকাশিত এক ব্লগপোস্টে মেটা জানিয়েছে, প্ল্যাটফর্মজুড়ে বারবার একই ধরনের কনটেন্ট দেখে বিরক্ত হচ্ছেন ব্যবহারকারীরা। বিশেষ করে, কোনো মিম বা রিল ভাইরাল হলেই সেটিকে হুবহু কপি করে বহু ব্যবহারকারী পোস্ট করতে শুরু করেন। এর ফলে নতুন ও মৌলিক কনটেন্ট নির্মাতারা পর্যাপ্ত সুযোগ পান না। এই পরিস্থিতি এড়াতেই নতুন নিয়ম চালু করা হচ্ছে।

মেটার পক্ষ থেকে আরও জানানো হয়, গত এপ্রিল থেকেই তারা স্প্যাম লিংক ও কমেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। ইতোমধ্যে এক কোটি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। একই কনটেন্ট বা কমেন্ট বারবার পোস্ট করায় পাঁচ লাখেরও বেশি অ্যাকাউন্টের রিচ কমিয়ে দেওয়া হয়েছে। কিছু অ্যাকাউন্ট থেকে পোস্ট করার সুবিধাও বন্ধ করে দেওয়া হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- ভবিষ্যতে যারা কপি করা কনটেন্ট পোস্ট করবেন, তাদের আর ফেসবুক মনিটাইজেশনের আওতায় আনা হবে না। শুধুমাত্র যারা নিজেদের আইডিয়া দিয়ে মৌলিক কনটেন্ট তৈরি করে জনপ্রিয় হবেন, তারাই পাবেন আয় করার সুযোগ।

এই পদক্ষেপের মাধ্যমে কনটেন্ট নির্মাতাদের মৌলিকতাকে উৎসাহিত করতে চায় ফেসবুক। প্রতিষ্ঠানটির দাবি, এতে করে প্ল্যাটফর্মটি আরও বৈচিত্র্যপূর্ণ, মানসম্মত ও ব্যবহারবান্ধব হয়ে উঠবে।

Link copied!