জলবায়ু অভিযোজন ও প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাসে জেন্ডার–সংবেদনশীল উদ্যোগ জোরদারে যৌথভাবে কাজ করবে চার প্রতিষ্ঠান। আজ বুধবার রাজধানীতে এ লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও বিপদাপন্নতা বিষয়ক ইনস্টিটিউট (আইডিএমভিএস), সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি), নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (ন্যাকম) এবং ইয়ুথনেট গ্লোবাল।
সমঝোতা স্মারকের আওতায় ‘জয়েন্ট লার্নিং শেয়ারিং প্ল্যাটফর্ম’ গঠন করেছে চার প্রতিষ্ঠান। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নীতি–গবেষণা, প্রশিক্ষণ, এডভোকেসি, অভিজ্ঞতা বিনিময়, জলবায়ু–আক্রান্ত এলাকা পরিদর্শনসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য অধ্যাপক ড. মাহবুবা নাসরীন। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন আইডিএমভিএসের পরিচালক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান, ন্যাকমের নির্বাহী পরিচালক ড. মুনজুরুল হান্নান খান, ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান এবং সিডিডির নির্বাহী পরিচালক নাজমুল বারী।
বক্তারা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় সবার অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এই উদ্যোগ দেশের ভেতরে ও আন্তর্জাতিক পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক জলবায়ু অভিযোজনের নতুন দিগন্ত খুলে দেবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে প্রান্তিক জনগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি, নারী ও তরুণদের অংশগ্রহণে।
আপনার মতামত লিখুন :