শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫, ১১:১৮ রাত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস, সিভিল অ্যাভিয়েশন, সেনা, নৌ, বিমানবাহিনী ও বিজিবির প্রচেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসতে ছয় ঘণ্টারও বেশি সময় লেগেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য নিশ্চিত করা হয়।

বিমান উপদেষ্টা নিজে বিমানবন্দরে অবস্থান করে সমগ্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগুন সম্পূর্ণ নিভে গেছে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে প্রয়োজনীয় সকল কার্যক্রম পরিচালনা করছে। তবে, ঘটনাস্থলে থাকা যমুনা টেলিভিশনের প্রতিবেদক নিশ্চিত করেছেন, এই সংবাদ লেখার সময় সেখানে আগুন জ্বলতে দেখেছেন তিনি। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ ঘটনায় কোনও নিহতের ঘটনা ঘটেনি। রাত ৯টা থেকে সব ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হবে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করা হবে। অগ্নিকাণ্ডের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।

এদিকে, কার্গো ভিলেজটিতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য মজুদ রাখা হতো। অগ্নিকাণ্ডের ঘটনায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তাতে ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর, সিলেটের ওসমানী বিমনবন্দর এবং কলকাতায় অবতরণ করে। 

এই অগ্নিকাণ্ডের বিষয়ে জানা গেছে, শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজ হাউসে আগুন লাগে। হঠাৎ করেই সেখানে ধোঁয়া বের হওয়া শুরু হয়। তারপর তা দাউ দাউ করে জ্বলতে থাকে।

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ফায়ার ফাইটারসহ অন্তত সাতজন আহত হয়েছেন এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে এর স্পষ্ট তথ্য জানা যায়নি।

Link copied!