ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

বকশিগঞ্জ ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের কমিটি গঠন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫, ১২:২৯ রাত

জামালপুরের বকশিগঞ্জ মনিরুজ্জামান মনু :- জামালপুরের বকশিগঞ্জে ডক্টর এন্ড মেডিকেল এসোশিয়েসোন ( বিডি এমএস)  এর কমিটি গঠন  করা হয়েছে। সাবেক সিভিল সার্জন ডাক্তার সিদ্ধেশ্বর সাহাকে  সভাপতি ও অধ্যাপক ডাক্তার রেজাউল করিম রেজাকে মহাসচিব করা হয়েছে।  

 

২১ আগষ্ট (বৃহস্পতিবার) রাতে হাসপাতাল রোডে কাঠ গোলাপ রেস্তোরাঁর হল রুমে এক জমকালো  আয়োজনে সবার উপস্থিতে ৬১ জন ডাক্তার এবং ২৯ জন বিভিন্ন মেডিকেল কলেজ পরুয়া শিক্ষার্থী সহ। ৯০ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। ডাক্তার সিদ্ধেশ্বর সাহা ও অধ্যাপক ডাক্তার রেজাউল করিম রেজা ছারাও কমেটিতে অন্যান্য পদে যারা রয়েছেন তারা হলেন শহর-সভাপতি ডাক্তার প্রদীপ কুমার সাহা, ডাক্তার ফয়জুর রহমান, ডাক্তার রাজিবুল ইসলাম, ডাক্তার জাকির হোসেন, ডাক্তার জাকিউল ইসলাম, যুগ্ম মহাসচিব ডাক্তার প্রতাপ নন্দী, তার মাহমুদুল হাসান মন্ডা, ডাক্তার নাদের হোসেন,ডাক্তার আশরাফুল ইসলাম রাজীব, ডাক্তার হুমায়ুন কোভিদ অলি, কোষাধ্যক্ষ ডাক্তার শাহ নেওয়াজ নোমান,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মুত্তাকী জীবন,যুগ্ন সাংগঠনিক সম্পাদক ডাক্তার মাইনুল ইসলাম, ডাক্তার মুনিম শাহরিয়ার সুপ্ত, আরো অনেকেই উপস্থিত রয়েছেন।

Link copied!