নিজস্ব সংবাদদাতা : নারায়ণগঞ্জের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের বিশাল সমাবেশে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট ‘ব্যাটেল অব লিজেন্ডস-সিজন ১’। ইসদাইর এলাকার ক্যাপ্টেনস এরেনা টার্ফে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নেয় আদর্শ স্কুল নারায়ণগঞ্জের ১৯৯০ থেকে ২০২৪ পর্যন্ত মোট ২২টি ব্যাচের শিক্ষার্থীরা।
‘আদর্শ স্কুল নারায়ণগঞ্জ এক্স-স্টুডেন্টস কমিউনিটি’ আয়োজিত এই টুর্নামেন্ট ছিল চলমান ‘স্পোর্টস কার্নিভাল ২০২৫’-এর প্রথম আয়োজন। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত ফাইনালে দুটি গ্রুপে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হয়। সিনিয়র গ্রুপে (১৯৯০-২০০৮ ব্যাচ) আদর্শ-১৯৯০ ব্যাচ, আদর্শ-২০০৩ ব্যাচকে হারিয়ে শিরোপা জেতে। জুনিয়র গ্রুপে (২০০৯-২০২৪ ব্যাচ) আদর্শ-২০১৯ ব্যাচ, আদর্শ-২০২০ ব্যাচকে হারিয়ে জয়ী হয়।
কার্নিভালের প্রধান উপদেষ্টা ছিলেন আদর্শ-১৯৯০ ব্যাচের বিশিষ্ট সমাজসেবক ও সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করেন একুশে পদকপ্রাপ্ত সাফ গেমস জয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের কোচ ও আদর্শ-১৯৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মাসুদ আহম্মাদ উজ্জ্বল।
ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন আদর্শ-১৯৮৩ ব্যাচের বিশিষ্ট শিল্পপতি শাহিদ আলম, আদর্শ-১৯৮৬ ব্যাচের রোটারিয়ান কাজী জাহিদুল ইসলাম, আদর্শ-১৯৮৭ ব্যাচের আব্দুল্লাহ ইউসুফ সাদ ও ব্যবসায়ী শহীদুজ্জামান শরীফ, আদর্শ-১৯৮৯ ব্যাচের নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স পরিচালক মোরশেদ সারোয়ার সোহেল, আদর্শ-১৯৮৮ ব্যাচের শিক্ষক নাসিম সারোয়ার, আদর্শ-১৯৯২ ব্যাচের শিক্ষক সাজ্জাদ হোসেন, আদর্শ-১৯৯১ ব্যাচের শওকত খন্দকার, আদর্শ-১৯৯৬ ব্যাচের লায়ন আশরাফুজ্জামান হিরা, আদর্শ-১৯৯৭ ব্যাচের আসাদুজ্জামান রুমি ও জেনিথ ডেন্টাল কেয়ারের প্রতিষ্ঠাতা ডা. জেনিথ, আদর্শ-১৯৯৯ ব্যাচের ইমেজ ডেন্টাল কেয়ারের প্রতিষ্ঠাতা ডা. ওসমান গনি, ন্যান্সি ও ফয়েজ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব এস. এম. আরিফ মিহির এবং আয়কর উপদেষ্টা রাশিদুল ইসলাম সেজিন।
স্পোর্টস কার্নিভাল পরিচালনা কমিটির সভাপতি ছিলেন আদর্শ-২০০১ ব্যাচের জাহিদুল হাসান জিতু এবং সদস্য-সচিব ছিলেন আদর্শ-২০০৮ ব্যাচের ইয়াসির সুলতান। টুর্নামেন্টের সার্বিক আয়োজনের দায়িত্বে ছিলেন আদর্শ-২০০৮ ব্যাচের আলিফ রহমান রিদয় ও সাব্বির আহমেদ বাপ্পি, আদর্শ-২০১২ ব্যাচের আজাহারুল ইসলাম জামি এবং আদর্শ-২০২১ ব্যাচের সমিউল হক।
এই আয়োজনের মাধ্যমে আদর্শ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের স্বপ্নের কার্নিভালের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হলো। আয়োজকরা জানিয়েছেন, আগামীতে সাবেক ছাত্রীদের জন্য বিশেষ ইভেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, দাবা প্রতিযোগিতা সহ আরও নানা খেলাধুলার আয়োজন করা হবে। সবশেষে জমকালো ‘কার্নিভাল নাইট’ দিয়ে সমাপ্তি ঘটবে এই মহোৎসবের।
টুর্নামেন্টের সফল আয়োজনের পেছনে আদর্শ স্কুলের সকল প্রাক্তন শিক্ষার্থী অক্লান্ত পরিশ্রম করেছেন। আয়োজকরা মনে করছেন, এই আয়োজন শুধু নারায়ণগঞ্জ নয়, গোটা বাংলাদেশের জন্যই একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকবে। আন্তঃপ্রাক্তন ব্যাচের এই বিশাল অংশগ্রহণ শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।
আপনার মতামত লিখুন :