পটুয়াখালীর পটুশাখালীর কলাপাড়ার আরএনপিএল ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে। রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের কলাপাড়া ও আমতলী ও বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের তিনটি ইউনিট, যা ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে।
কলাপাড়া থানার ওসি জানান, আরএনসিএল বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপে আগুন লেগেছে। আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বিদ্যুৎকেন্দ্রের ভেতরে না, বাইরের পরিত্যক্ত স্ক্র্যাপে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছেন।
আপনার মতামত লিখুন :