গলাচিপা ইউ এন ও এর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ মে, ২০২৫, ১০:২৭ রাত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার মিজানুর রহমানের-বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে, সোমবার বেলা ১১ টায় পুরাতন ইউ এন ও অফিসের সম্মুখের রাস্তায় শত শত নাগরিক, সুশীল সমাজ ও সর্বস্তরের জন-সাধারন, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন-গলাচিপা পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান, বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুস সুবাহান মিয়া, ব্যবসায়ী ও উপজেলা বিএনপি নেতা  মোহাম্মদ কামাল খান,এডভোকেট জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

সমাবেশে বক্তব্য রাখেন ইউ এন ও মিজানুর রহমানের বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায় এবং সমাবেশ শেষে বরিশাল বিভাগীয় কমিশনারের বরাবরে পটুয়াখালী জেলা প্রশাসকের দপ্তরে-দাবি আদায়ে স্মারকলিপি দাখিল করে বলে জানায়।

Link copied!