শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৫, ১০:৫৮ রাত

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বড় জয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে টাইগাররা। টাইগারদের দেওয়া ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৪ রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।

এদিন ডাম্বুলায় টস হেরে ব্যাট করতে নেমে ৭ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই বিদায় নেন পারভেজ ইমন। আর ৫ রান করে ফার্নান্দোর শিকারে পরিণত হন তানজিদ তামিম। ৩১ রান করে সাজঘরে ফেরেন তাওহীদ হৃদয়। আসা-যাওয়ার মিছিলে যোগ দেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। তবে লিটন দাসের ৭৬ এবং শামীম পাটোয়ারির ৪৮ রানের ঝড়ো ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে শুরুতেই রানআউটের ফাঁদে পড়েন লঙ্কান ওপেনার কুশল মেন্ডিস। আর পেরেরাকে রানের খাতা খোলার আগেই ফেরান শরিফুল। তার দ্বিতীয় শিকার হন আভিস্কা ফার্নান্দো। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে সাজঘরের পথ দেখেন অধিনায়ক আসালাঙ্কা।

এক পর্যায়ে দলীয় ৭৩ রানে ৭ উইকেট হারায় লঙ্কানরা। শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯৪ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস। সর্বোচ্চ ৩২ রান আসে পাথুম নিশাঙ্কার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন নেন সর্বোচ্চ ৩ উইকেট।

Link copied!