পরীক্ষামূলক যাত্রার দুই মাস পর আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরুর ঘোষণা দিলো স্টারলিংক। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন স্টার লিংক কর্তৃপক্ষ।
এ সময় প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশে আর কখনও ইন্টারনেট বন্ধ করা হবে না। নিরবিচ্ছিন্ন ইন্টারনেট শুধু একটা সুবিধা না, অধিকার।
এতে জানানো হয়, স্টারলিংকের এই উদ্যোগ বাংলাদেশে ইন্টারনেট সেবার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে। বিশেষ করে দুর্গম এলাকায় উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করবে এই প্রযুক্তি। এর আগে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএসসিসিএলের সঙ্গে বিটুবি চুক্তি করে স্টারলিংক।
বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রমের বিষয়ে জাতীয় নিরাপত্তাসহ ভ্যাট ও সরকারের রেভিনিউ শেয়ারের বিষয়টি শতভাগ স্বচ্ছতার সাথে নিশ্চিত করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।
আপনার মতামত লিখুন :