কালকিনিতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫, ০৯:৪৪ রাত

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপদ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে কালকিনি সমাজ সেবা মন্ত্রনালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে কালকিনি উপজেলা হল রুমে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল-আরেফীনে সভাপতিত্বে ও কালকিনি সমাজ সেবা সহকারী কর্মকর্তা মশিউর রহমানের সঞ্চালনায়  
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন,কালকিনি থানা অফিসার ইনচার্ (তদন্ত) নুরুল আমিন, কালকিনি সমাজ সেবা কর্মকর্তা রাসেদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন, কালকিনি উপজেলা খাদ্য কর্মকর্তা অশোক চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকগণ।

Link copied!