সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে

আগৈলঝাড়ায় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা 

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫, ১১:৫১ দুপুর

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে: দৈনিক প্রতিদিন কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে আগৈলঝাড়ায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন শেষে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল রিপন, সাবেক সাধারণ সম্পাদক মো. শামীমুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচএম মাসুম, আগৈলঝাড়া রিপোটার্স ইউনিটির সভাপতি জহিরুল ইসলাম সবুজ, উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি সাইফুল মৃধা, প্রেসক্লাব সদস্য স্বপন দাস, প্রবীর বিশ্বাস ননী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদার প্রমুখ।

সভায় বক্তারা গ্রেফতারকৃত আসামীদের দ্রæত বিচার কাজ শেষ করে ফাঁসির দাবি জানান। 

 

Link copied!