গলাচিপায় কাগজপত্র হারিয়ে পথে বসেছে শাহজালাল 

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫, ১০:০৫ রাত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর গলাচিপায় জাতীয় ভোটার আইডি কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে পথে বসেছে শাহ্জালাল। শাহ্জালাল হ”েছন কলাপড়া থানার টিয়াখালী ইউনিয়নের মোঃ ইউসুফ হাওলাদারের ছেলে।

ঘটনাসূত্রে শাহ্জালাল জানান, তিনি একটি বেসরকারি এনজিওতে চাকুরী করেন। গত ২৩ জুলাই বুধবার সকাল আনুমানিক নয়টার দিকে গলাচিপা পৌরসভার চৌরাস্তা নামক স্থান থেকে কাগজপত্র নিয়ে রিক্সা যোগে অফিসের দিকে রওনা হন। পথিমধ্যে ভুলবশত: কাগজপত্রগুলো হারিয়ে যায়। অনেক খোজাখুজির পরে গলাচিপায় মাইকিং করানো হয়। কাগজপত্র না পেয়ে দিশেহারা হয়ে পড়েন শাহ্জালাল।

পরে গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার ডায়েরী নং- ১৫৪২, তারিখ- ৩১/০৭/২০২৫। এবিষয়ে শাহ্জালাল বলেন, আমি একটি অফিসের ফিল্ড অফিসার আমার ব্যাগে অনেক কাগজপত্র ছিল। আমি অফিসের উদ্দেশ্য রওনা হলে আমার কাগজপত্রসহ ব্যাগটি হারিয়ে যায়। অনেক খোজাখুজি করে না পেয়ে গলাচিপা থানায় একখানা ডায়েরী করি।

Link copied!