চট্টগ্রামে শেখ হাসিনা-সাকিব-শাকিব-জয়াদের ছবিতে জুতা নিক্ষেপ ছাত্র-জনতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫, ০৯:২৩ সকাল

১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও শ্রদ্ধা জানিয়ে পোস্ট দেওয়ায় শেখ হাসিনা, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিদের ছবিতে জুতা নিক্ষেপ করেছেন ছাত্র-জনতা। শনিবার বিকেল ৫টার দিকে চট্টগ্রামের চেরাগী পাহাড় চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

‘কালচারাল ফ্যাসিস্টদের জুতা নিক্ষেপ করুন’ ব্যানারে শেখ হাসিনা, ড. হাছান মাহমুদ, আজম নাছির, মহিবুল হাসান চৌধুরী নওফেল, হেলাল আকবর চৌধুরী বাবর, গায়ক লিঙ্কন (আর্টসেল), রাহুল আনন্দ, ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসান, অভিনেতা শাকিব খান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, মেহের আফরোজ শাওন, শমী কায়সার, অরুণা বিশ্বাস, সাজু খাদেম, নাজিফা তুষি, মুমতাহিনা টয়া, পিয়া জান্নাতুল, সুনেরাহ বিনতে কামাল প্রমুখের দেখা যায়।

কর্মসূচি চলাকালে শেখ মুজিবুর রহমানের ছবিতেও জুতা নিক্ষেপ করা হয়। এ সময় স্লোগান ওঠে ‘জয়া আহসানের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘চঞ্চলের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘শাকিব খানের দুই গালে, জুতা মারো তালে তালে’।

জুতা নিক্ষেপ করা মো. রাজু বলেন, ১৫ আগস্ট ২০২৪ সালে যখন শেখ হাসিনা পালিয়ে যান, তখন এ তারকারা চুপ ছিলেন। অথচ এবার ১৫ আগস্টে ফেসবুকে পোস্ট দিয়ে আওয়ামী লীগকে ‘নরমালাইজ’ করতে চাইছেন। মুজিবকে ঢাল বানিয়ে আবার ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

অংশগ্রহণকারীরা বলেন, বিগত ১৬ বছর সরকার শুধু রাজনৈতিক-অর্থনৈতিক নয়, সাংস্কৃতিক ফ্যাসিজমও কায়েম করেছিল। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আমরা ফ্যাসিজমমুক্ত বাংলাদেশ পেয়েছি। অথচ কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবার সেই বাকশালি ও মুজিববাদী বয়ান ফিরিয়ে আনতে চাইছে। তাই আমরা প্রতিরোধ গড়ে তুলেছি। এ কর্মসূচিতে অর্ধশত যুবক অংশ নেয়।

Link copied!