ইনজুরি বিরতির পর মাঠে ফিরলেন লিওনেল মেসি। তার ফেরাতেই বদলে গেল ইন্টার মায়ামির চিত্র। বদলি হিসেবে নামা মেসির এক গোল ও এক অ্যাসিস্টে এলএ গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে মায়ামি।
মেসির ফেরার কথা আগে থেকেই জানা ছিল। তবে প্রথম একাদশে রাখা হয়নি তাকে। বিরতির পরপরই মাঠে নামেন আর্জেন্টাইন মহাতারকা। তাকে ছাড়া ম্যাচের শুরুতেও দারুণ খেলছিল মায়ামি। ৪৩ মিনিটে জর্ডি আলবার গোলে এগিয়ে যায় দলটি। তবে বিরতির পর ৫৯ মিনিটে পেইন্টসিলের গোলেই সমতায় ফেরে গ্যালাক্সি।
এরপরই দৃশ্যপটে আসেন মেসি। ৮৪ মিনিটে বক্সের বাইরে থেকে দুই ডিফেন্ডার কাটিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে জাল কাঁপান তিনি। চলতি মৌসুমে মেজর সকার লিগে এটি মেসির ১৯তম গোল।
শেষ দিকে আবারও নায়ক হয়ে ওঠেন তিনি। ৮৯ মিনিটে মেসির পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান লুইস সুয়ারেজ। ফলে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। এবারের লিগে এটি ইন্টার মায়ামির ১৩তম জয়।
২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে মায়ামি, শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ৩ ম্যাচ বেশি গেলে ৬ পয়েন্ট সামনে। মায়ামির পরের ম্যাচ বুধবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে তাইগ্রেস ইউএএনএলের বিপক্ষে।
আপনার মতামত লিখুন :