ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

বরিশালে কাস্টমসের অভিযানে ৩ লাখ টাকার নকল সিগারেট জব্দ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১৭ বিকাল

বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকার নকল সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের বরিশাল সার্কেল-২ এ অভিযান পরিচালনা করে।

কাস্টমস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বরিশালের বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ সিগারেট বিক্রি ও মজুদ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী বন্দর, গৌরনদী বাজার ও টরকী বন্দরের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়।

অভিযানকালে নকল ব্যান্ডরোলযুক্ত ৩৭ হাজার শলাকা ‘ফিফটি/ফিফটি’, ১২ হাজার শলাকা ‘ফিউচার কিংস’সহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫৩ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা।

বরিশাল সার্কেল-২ এর সহকারী কমিশনার বলেন, বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে অসাধু ব্যবসায়ীরা অবৈধ সিগারেট বিক্রি করে আসছিল। অভিযানে এসব নকল সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টমস বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া।

 

 

Link copied!